
পুঠিয়া, (রাজশাহী), প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর উদ্যোগে নতুন বছর ২০২৬ উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবি বার (১১ জানুয়ারি ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলা বনেশ্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IBWF পুঠিয়া থানা শাখা, রাজশাহীর সভাপতি মোঃ আবু তাহের রনজু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি, IBWF রাজশাহী জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী, চরঘাট উপজেলা সেক্রেটারি, IBWFসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে নৈতিকতা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, IBWF সবসময় ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাবে এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।