সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিষ পান করে জামিল ব্যাপারী আত্ম/হ/ত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর জমানো টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে ঘাস পোড়ানো ( আগাছা নাশক) বিষ পান করে জামিল ব্যাপারী নামে এক কৃষক আত্মহত্যা করেছে।

১৩ জুন রাত সারে আটটার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির ১ নং যুগিশো ওয়ার্ডে বিষপানের ঘটনা ঘটে। দ্বিতীয় স্ত্রী বিষপানে ঘটনা টের পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন রাত ২ টার দিকে জামিল ব্যাপারি মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী সুত্রে জানাযায়, জামিল এ-র ১ম স্ত্রী শিউলী অনুমান ৭ বছর পুর্বে ০২ সন্তান (মেয়ে) কে রেখে স্বামীকে তালাক দিয়ে দেন। ভিকটিম তার ০২ মেয়ে সন্তানকে বিয়ে দেবার পর মুঞ্জুয়ারাকে ৮ মাস পূর্বে বিবাহ করে সংসার শুরু করেন। ভিকটিম অনেক কষ্টো করে কৃষি কাজ, মাটি কাটার কাজ সহ অন্যান্য কাজকর্ম করে ১ লক্ষ টাকা জমিয়ে তার ২য় স্ত্রীর নিকট গচ্ছিত রাখেন। উক্ত টাকা ভিকটিম চাইলে আজ দেব, কাল দেব, বলে নানা টালবাহানা করিতে থাকে।

তাদের মাঝে মধ্যেই টাকা নিয়ে গন্ডগোল হতো।উক্ত টাকার জের ধরেই অভিমান করে বিষ পান করে বলে জানা যায়।

এবিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD