শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন

শান্তি, কল্যাণ ও মানবতার বার্তা ছড়িয়ে পড়বে ১৬ প্রহরব্যাপী এই আয়োজন

বাঘা প্রতিনিধি: “ভক্তিই বল, নামই সম্বল।”—এই ভাবনাকে ধারণ করে রাজশাহীর বাঘা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আয়োজিত এই মহানাম সংকীর্তনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা পৌরসভার বলিহার সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তবৃন্দ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে নাম সংকীর্তনে অংশ নেন।

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, “গণতন্ত্র মানে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। দেশে এই মুহূর্তে একটি গণতান্ত্রিক সরকার জরুরি, কারণ অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট হচ্ছে। বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন। সুষ্ঠু নির্বাচনই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।”

 

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বিএনপি নেতা আফাজ উদ্দিন, যুবদল নেতা আব্দুস সালাম, শফিকুল ইসলাম শফি ও রবিউল ইসলাম রবি প্রমুখ।

 

সর্বজনীন বলিহার দুর্গা মন্দিরে আয়োজিত ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তগণ এই আয়োজনে অংশ নিতে আসছেন।

 

এই ধর্মীয় অনুষ্ঠান শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পবিত্র সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD