
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে দুর্গাপুর ইউসিসিএর আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ইয়াসিন আলী, এবং সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা ইউসিসিএ চেয়ারম্যান আব্দুল আজিজ মণ্ডল।
সভায় সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ মণ্ডল বলেন, “উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড আমাদের সকলের নিজস্ব প্রতিষ্ঠান। এই সমিতির উন্নয়ন করলে আমাদের নিজেদেরও উন্নয়ন সম্ভব। তাই আমাদের সকলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বাৎসরিক প্রকল্পগুলোকে মাসিক কিস্তির আওতায় আনতে হবে। এছাড়া, ক্ষুদ্র ঋণের প্রসার ঘটাতে নিয়মিত কিস্তি প্রদান নিশ্চিত করা জরুরি।” তিনি আরও বলেন, “এই প্রকল্পের ঋণ গ্রহণ করে ক্ষুদ্র কৃষি খামারগুলোকে বৃহৎ কৃষি খামারে রূপান্তর করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহারা পারভীন লাবনী, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোছা. কহিনুর খাতুন, ইউসিসিএ পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ইমরান আলী, আব্দুল ওয়াহেদ, আজহার আলীসহ উপজেলার ১৬০টি সমিতির সদস্যরা।