শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে জামায়াত

রাজন আহমেদ:

রাজশাহীর দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) উপজেলা ও পৌর শাখার আয়োজনে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে বিকেল ৪ ঘটিকায় ব্যবসায়ীদের নিয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। (IBWF) দুর্গাপুর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও (IBWF) এর রাজশাহী জেলার সভাপতি নুরুজ্জামান লিটন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (IBWF) এর রাজশাহী জেলার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম, দুর্গাপুর শাখার প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, উপদেষ্টা শামীম উদ্দিন, বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল বারী সোহরাব, উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য নুরে আলম প্রমুখ।

 

দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের উপস্থিতিতে দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে দুর্গাপুর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

 

পৌর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মুদি ব্যবসায়ী এমদাদুল হক রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী গোলাম রাব্বানী।

 

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলে প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, “মহান আল্লাহ আমাদের রিজিকের ৯০ শতাংশ ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। আমরা সততার মাধ্যমে ব্যবসা করে নিজেদের দারিদ্র্য ঘুচিয়ে স্বাবলম্বী হতে পারি। বিগত সময়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে হতো। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের ঘটনাও ঘটেছিল। শত্রুতার বশবর্তী হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছিল। আমরা এই সংগঠনের মাধ্যমে শক্তিশালী ব্যবসায়ী সমাজ গঠন করতে চাই। পাশাপাশি চাঁদাবাজিমুক্ত ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।”

 

এছাড়াও, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD