
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দ্রুত বাতিলের দাবি জানিয়েছে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জিরো পয়েন্টে শেষ হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আন্দোলনের প্রধান সংগঠকদের বাদ দিয়ে বহিরাগত ও বিতর্কিতদের কমিটিতে রাখা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুমের আত্মত্যাগের প্রতি অবমাননা করা হয়েছে। রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, “আমরা কোনো পকেট কমিটি মানবো না, রোববারের মধ্যে বাতিল না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।