শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে বানেশ্বরে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া:

উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহী শাখার ২১তম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

 

উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহী শাখার সভাপতি মোছাঃ আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং রঙিন ফিতা কেটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর।

 

এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, ওয়েব-এর সাধারণ সম্পাদক মোছাঃ ফাতেসা আক্তার, নির্বাহী সদস্য সত্যতা খাতুন, নির্বাহী সদস্য রুপা মোস্তফা, প্রচার সম্পাদক মৌসুমী আক্তার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, যুব নেতা বিপ্লব সরদার প্রমুখ।

 

এই মেলায় ৪০টি স্টল রয়েছে, যেখানে ক্রোকারি সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁতবস্ত্র, গার্মেন্টস পণ্য, বিভিন্ন ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, কুকওয়্যার, থ্রিপিস, খেলনা সামগ্রী ছাড়াও স্কুটি শোরুম রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর সভাপতি মোছাঃ আঞ্জুমান আরা পারভীন লিপি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, “আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে এই মেলা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। বানেশ্বর বাজারের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য এটি বিশেষ ভূমিকা রাখবে, কারণ এটি তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করবে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD