শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ামতপুরের ৫ চেয়ারম্যানসহ ৯ আ’লীগ নেতা গাজিপুরে কারাগারে পাঠানো হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে এক চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৯ জন আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠানো হয়েছে। গাজিপুর জেলায় ঘটে যাওয়া একটি নাশকতা মামলায় জামিন নিতে এসে তারা নিম্ন আদালতে হাজির হলে জেলা দায়রা জজ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে আদালত এই আদেশ প্রদান করেন।

 

কারাগারে যাওয়া চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন— হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নইম, এবং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর। এ ছাড়াও, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদারসহ ২ জন ছাত্রলীগ নেতা, বিশাল মজুমদারও কারাগারে প্রেরিত হন।

 

উল্লেখ্য, নওগাঁর পানিশাইল গ্রামে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর ১৬৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সদস্যদের নাম উঠে আসলে তারা জামিন নিতে গিয়েছিলেন, কিন্তু আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

 

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD