শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাটে পিকনিকের খাবারে বিষক্রিয়া, হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক

রাজশাহীর চারঘাটে পিকনিকের খাবার খেয়ে অসুস্থ হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবক হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুড পয়জনিংয়ের কারণে তারা সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

জানা গেছে, চারঘাট থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনরা রবিবার গোদাগাড়ীর সাফিনা পার্কে পিকনিকে যান। সেখানে দুপুরের খাবার খাওয়ার পর সন্ধ্যা থেকেই অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। পরিস্থিতি খারাপ হলে সোমবার থেকে একে একে ৫২ জন হাসপাতালে ভর্তি হন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক রেজা জানিয়েছেন, ফুড পয়জনিংয়ের কারণেই শিক্ষার্থী ও অভিভাবকরা অসুস্থ হয়েছেন। তবে বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল রয়েছে, প্রয়োজনে আশঙ্কাজনক রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন, “খাবার ভালোভাবে রান্না ও পরিবেশন করা হয়েছিল, তবে কেন এমন হলো বুঝতে পারছি না। আমার নিজের মেয়েও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD