
ডেস্ক রিপোর্ট : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে সরাসরি ‘শিক্ষক’ পদ চালুর সুপারিশ করেছে পরামর্শক কমিটি। নতুন শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করা হয়েছে, আর প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়। কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ জানান, শিক্ষার মানোন্নয়নে এক শিফটের স্কুল, মিড-ডে-মিল, দুর্নীতি নিরোধে হটলাইন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষকদের মর্যাদা ও বেতন কাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে কমিটি।