
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক বিশাল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পূর্ব জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় বানেশ্বর বাজারে এ র্যালি বের করা হয়।
জেলা পূর্বের সভাপতি রুবেল আলীর নেতৃত্বে র্যালিটি বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বানেশ্বর ট্রাফিক মোড় অতিক্রম করে রাজশাহী-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। এরপর র্যালিটি তেল পাম্প এলাকায় পৌঁছে পুনরায় বানেশ্বর চৈতালি মার্কেটের দিকে ঘুরে এসে ট্রাফিক মোড়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রুবেল আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আব্দুর রব, বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা পূর্বের অফিস সম্পাদক শামিম, অর্থ সম্পাদক রায়হান, দাওয়াহ সম্পাদক আব্দুল শাহাদাত আলী, প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিন-সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এই সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ছাত্রশিবিরের ৪৮ বছরের সংগ্রাম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও দেশ গঠনে ভূমিকা রাখতে প্রস্তুত।