শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় সরকারবিরোধী লিফলেট বিতরণে উত্তেজনা, স্বামী আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানের বিরুদ্ধে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন বলে জানা গেছে। এরপর নাশকতার অভিযোগে তার স্বামী ওহিদুর রহমানকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মৌসুমী রহমান নিজ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে পরের দিন মঙ্গলবার সকালে পাঁচমাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুর রহমানকে ধরে মারধর করে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

 

এ বিষয়ে জানতে মৌসুমী রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।

 

সকালে থানায় সংবাদ সংগ্রহের সময়, ওহিদুর রহমানকে গাড়িতে তুলে নেওয়ার সময় তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “নাশকতা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই।”

 

এদিকে, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানের লিফলেট বিতরণের একটি ছবি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD