
নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ফিরলেন তাঁর শৈশবের ক্লাব সান্তোস এফসি-তে। ইউরোপ-এশিয়া ঘুরে আবারও কৈশোরের মাঠে ফিরেছেন তিনি, যেখানে তাঁর ফুটবলযাত্রার সূচনা হয়েছিল।
৩১ জানুয়ারি, উরবানো কালদেইরা স্টেডিয়ামে জমকালো আয়োজনে নেইমারকে স্বাগত জানানো হয়। বিশাল দর্শকের সামনে ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ লেখা ব্যানারে ঘোষণা করা হয় তাঁর প্রত্যাবর্তন।
ইনজুরি কাটিয়ে নতুন লক্ষ্য ঠিক করেছেন নেইমার—ব্রাজিল জাতীয় দলে ফেরা ও বিশ্বকাপ জেতা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটাই আমার শেষ সুযোগ, আমি বিশ্বকাপ জিততে চাই।”
আল হিলালে থাকার পরও তিনি ফুটবলের প্রতি তৃপ্ত ছিলেন না, তাই সান্তোসে ফেরার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষায়, “এখানে পা রেখে মনে হচ্ছে আমি ১৭ বছর বয়সে ফিরে গেছি!”
২০১৩ সালে ইউরোপে পাড়ি জমানোর পর বার্সেলোনা, পিএসজি ও আল হিলালে খেললেও সৌদি অধ্যায় খুব একটা সফল হয়নি। দেড় বছরে মাত্র ৭ ম্যাচে ১ গোল করার পর তিনি আবারও ঘরের ক্লাবে ফিরলেন নতুন আশায়, নতুন স্বপ্নে!