শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্রসমাজের প্রতিবাদ, কমিটি বাতিলের দাবি

রাবি প্রতিনিধি:

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহ-সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ ঘোষণা দেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত আন্দোলনকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। লিখিত বক্তব্যে রাজশাহী কলেজের শিক্ষার্থী জুবায়ের রশীদ বলেন, “আন্দোলনের প্রকৃত নায়কদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।”

 

তিনি আরও অভিযোগ করেন, নতুন কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও স্বার্থসিদ্ধির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ও জাসদ ছাত্র সংগঠনের নেতাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আন্দোলনের চেতনার পরিপন্থী।

 

আরো পড়ুন: প্রথম দিনেই ইজতেমায় ৩ মুসল্লির মৃ/ত্যু

 

কমিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহসহ শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে মাহিন সরকার ও সালাউদ্দিন আম্মারকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

 

এসময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অভিযোগের বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, “কমিটি গঠনের বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই, কেন্দ্রই এটি নির্ধারণ করেছে। প্রকৃত ত্যাগীদেরই কমিটিতে রাখা হয়েছে। যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।”

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD