শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে কলেজছাত্রের রহস্যজনক মৃ*ত্যু, সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মা/ম/লা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থী মো. শিমুলের মৃ/ত্যু/র ঘটনায় সহকারী প্রক্টরসহ ১০-১৫ জনের বিরুদ্ধে মা/ম/লা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দিন গতকাল রাতে মতিহার থানায় মাম/লাটি দায়ের করেন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন: মহাদেবপুরে ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও ভাতা পেলেন প্রশিক্ষণার্থীরা

মামলার এজাহারে বলা হয়, ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে রাবির সেকেন্ড সায়েন্স বিল্ডিংয়ের সামনে দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত সহকারী প্রক্টর শিমুলকে থামিয়ে ‘বহিরাগত, ধর ধর’ বলে চিৎকার করেন। এরপর কয়েকজন শিক্ষার্থী ও অজ্ঞাত ব্যক্তি তাকে ধাওয়া করে এবং ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে ঘাড়ে আঘাত করে। সাথে থাকা মেয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টিকেও চড়থাপ্পর মারা হয়। পরে শিমুলকে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়।

 

অবস্থার অবনতি হলে শিমুলকে প্রথমে রাবি মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

 

আরএমপি কমিশনার জানান, মাম/লার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃ/ত্যু/র প্রকৃত কারণ জানা যাবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD