
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। খাজুর ইউনিয়নের ২৮টি গ্রামের ৩২ জন শিক্ষিত বেকার যুবক ও ৩২ জন যুবতী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গত ১৯ জানুয়ারি সকালে প্রশিক্ষণ শুরু হয়ে ৩০ জানুয়ারি বিকেলে শেষ হয়।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
আরও পড়ুন: “৩১ দফা বাস্তবায়ন করেই জুলুম-নির্যাতনের জবাব দিতে হবে: আনোয়ার হোসেন উজ্জল”
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান জানান, খাজুর ইউনিয়নের দলনেতা দ্বীপচন্দ্র বর্মণ, দলনেত্রী সেলিনা বেগম ও সাবেক কমান্ডার আবুল কাশেম এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের সংঘটিত করে প্রশিক্ষণে অংশগ্রহণে সহায়তা করেন। এছাড়া, উপজেলা আনসার ও ভিডিপি ট্রেনিং ইন্সট্রাক্টর মো. সজিব মিয়া দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ প্রদান করেন।