
বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) ফল সেমিস্টার-২০২৪-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) কে এফ এ সোহেল, প্রক্টর ও সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাছুদার রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীরা।
উপাচার্যের দিকনির্দেশনা
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“তোমাদের ছাত্রজীবনে তিনটি বিষয় অবশ্যই মেনে চলতে হবে— সুস্থ থাকতে হবে, নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। বাউয়েট শৃঙ্খলা ও নিয়ম-কানুনের ব্যাপারে অত্যন্ত সচেতন। আশা করি তোমরা এগুলো মেনে চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ সবসময় তোমাদের পাশে আছে। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা সুস্থ ও সুন্দরভাবে শিক্ষাজীবন সম্পন্ন করে বাউয়েটের গর্বিত নক্ষত্র হয়ে উঠবে— এটাই আমাদের প্রত্যাশা।”
নবীনদের বরণ ও বিশেষ আয়োজন
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। পরে উপাচার্য নবীন শিক্ষার্থীদের মাঝে মহামূল্যবান বই বিতরণ করেন, যাতে তারা জ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়।
এছাড়া নবীনদের অংশগ্রহণে আইস-ব্রেকিং সেশন আয়োজন করা হয়, যাতে তারা নিজেদের জড়তা কাটিয়ে আনন্দঘন পরিবেশে অভ্যস্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে আয়োজকরা মনে করেন।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো নবীনবরণ
পুরো অনুষ্ঠানজুড়ে নবাগত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বাউয়েটের শিক্ষার্থীরা মনে করেন, এমন আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলোকে আরও রঙিন করে তুলেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের নবীনবরণ আরও বড় পরিসরে আয়োজন করা হবে।