শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বানেশ্বর ইউনিয়নে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

আমির হামজা,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার ০৩ নম্বর বানেশ্বর ইউনিয়নে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৩ নম্বর বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল রাজ্জাক দুলাল। এছাড়াও অংশগ্রহণ করেন বানেশ্বর ইউনিয়ন সেক্রেটারি, মোঃ কায়েস উদ্দিনসহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।

র‌্যালিটি রাজশাহী–ঢাকা মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বানেশ্বর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইউনিয়ন গেটে গিয়ে শেষ হয়।

র‌্যালি চলাকালে বক্তারা গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের সুফল তুলে ধরেন। তারা বলেন, “হ্যাঁ” ভোটের মাধ্যমে দেশের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে রয়েছে—

তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ ভূমিকা

সরকারি দলের এককভাবে সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিতকরণ

সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক করা

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন

সর্বোচ্চ ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান

সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি

ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন

মৌলিক অধিকার সম্প্রসারণ, যেমন—ইন্টারনেট সেবা বন্ধ না করার নিশ্চয়তা

দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা প্রদানের ক্ষমতা সীমিতকরণ

বক্তারা জানান, গণভোটে “হ্যাঁ” ভোট দিলে উপরোক্ত সংস্কারসমূহ বাস্তবায়নের পথ সুগম হবে। অন্যদিকে “না” ভোট দিলে এসব সুবিধা পাওয়া যাবে না বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, এ কর্মসূচি গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আয়োজন করা হয়।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD