শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে রাবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের আলোচনা

রাবি প্রতিনিধি:

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পাকিস্তান হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় তিন শতাধিক বৃত্তির সুযোগ রয়েছে। তিনি জানান, রাবি এসব সুবিধার অংশীদার হতে যাচ্ছে।

 

এছাড়া, উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণা সমৃদ্ধ করার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইকমিশনার। রাবি উপাচার্য একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং প্রফেসর প্রেরণ এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানের আগ্রহের কথাও জানান তিনি।

 

সভা শেষে উপাচার্য রাবির পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করেন। এর আগে, হাইকমিশনার রাবির জন্য কিছু মূল্যবান বই উপহার দেন।

 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ ও সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন। এছাড়া, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, আন্তর্জাতিক সম্পর্ক দফতরের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

পরে হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD