বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা করে গাড়ি নিয়ে যুবদল নেতা লাপাত্তা, ফেরত চাইলে প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী ১১ জানুয়ারি ২০২৬।
প্রতারণার মাধ্যমে একটি গাড়ি নিয়ে ফেরত না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. নূর আহমদ।
মঙ্গলবার বেলা ১২টায় নগরীর অলকার মোড়ে মাষ্টারসেফে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মো. নূর আহমদ বলেন, তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকার স্থায়ী বাসিন্দা এবং বন্ধগেট এলাকায় একটি গাড়ির গ্যারেজ পরিচালনা করেন। তিনি পেশায় গাড়ির ওয়ারিং মিস্ত্রী এবং বৈধভাবে গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত।
তিনি জানান, গত ১৮ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত এসএম সফিক মাহমুদ তন্ময় তার গ্যারেজে এসে একটি জিপ গাড়ি (ঢাকা মেট্রো-গ-০২-০৮৭০) পছন্দ করেন। দরদাম শেষে গাড়িটির মূল্য ছয় লাখ টাকা নির্ধারণ হয়। এরপর তন্ময় ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়িটি নিয়ে যান, কিন্তু এরপর আর ফেরত দেননি।
ভুক্তভোগীর দাবি, গাড়িটি নেওয়ার সময় তার গ্যারেজের কর্মচারী রাহাত ও জয় উপস্থিত ছিলেন। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তন্ময় ফোন কেটে দেন বা এড়িয়ে যান। এক পর্যায়ে তিনি বলেন, “তোর যা করার আছে কর। আমি যুবদলের নেতা, থানায় গেলেও মামলা হবে না।” এরপর থেকে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নূর আহমদ।
তিনি আরও জানান, গত ১৪ ডিসেম্বর তিনি রাজপাড়া থানায় মামলা করতে গেলে ওসি মামলা গ্রহণ করেননি। পরে আদালতের পরামর্শে গত ২২ ডিসেম্বর রাজশাহী সিএমএম আদালতে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে নূর আহমদ বলেন, তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে ৭ লাখ ৩০ হাজার টাকায় গাড়িটি কিনেছিলেন। এ সংক্রান্ত চুক্তিপত্র ও বিআরটিএ’র সকল কাগজপত্র তার কাছে রয়েছে।
এসময় তিনি আরও অভিযোগ করেন, যুবদল নেতা তন্ময়ের বিরুদ্ধে আগেও বিভিন্ন প্রতারণা ও গাড়ি আত্মসাতের অভিযোগ রয়েছে। এমনকি চণ্ডিপুর এলাকার মো. হোসেন আলীর একটি গাড়ি জোরপূর্বক নিয়ে নেওয়ার ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভুক্তভোগী বলেন, গাড়িটি কিনতে তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছেন। গাড়িটি ফেরত না পেলে তিনি চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন। পাশাপাশি তন্ময়ের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD