
আশিক ইসলাম, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শনিবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাইপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নেয় স্কুলের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর হড়গ্রাম জনতা ব্যাংকের ম্যানেজার শফিকুর ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনে ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, রাজশাহী জেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, রাজশাহী জেলা ওলামাদলের সদস্য তৈমুর রহমান, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান মুকুল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসীন আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদৎ হোসেন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ এবং বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
















