
আমির হামজা, পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বানেশ্বর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ ইং) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ৫ বস্তা গাঁজা, যার ওজন আনুমানিক ১২৫ কেজি, উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে যৌথ বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
















