
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় ‘সাফা’ নামক একটি কসমেটিকস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে বিভিন্ন গুরুতর অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি জানান, অভিযানে দেখা যায় কারখানাটির বিএসটিআই অনুমোদন, বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য নিরাপত্তা মানদণ্ডের কোনো অনুমোদন নেই। এছাড়া সেখানে কসমেটিকস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপজ্জনক কেমিক্যাল ও লোশন প্রস্তুতের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনুমোদনহীন কসমেটিকস ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি, ফুসকুড়ি, চর্মরোগ, চোখে জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ কসমেটিকস কারখানার বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
















