
লাবিবা খানম লিছা: মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। “পড়লে বই আলোকিত হই, না পরলে বই অন্ধকারে রই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলুর সভাপতিত্বে এবং বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন লায়লা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম ,রাইগাঁ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন হোসাইন, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম , মহাদেবপুর থানার এস আই আসাদুজ্জামান প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে অন্য অন্যদের মধ্যে ৪
জন পরীক্ষক, ২০ জন সেরা প্রতিযোগী তাদের অভিভাবকগন সহ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে এবং মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে দূরে রাখার উদ্দেশ্যে রচনা “আমাদের বিজয়, আমাদের মুক্তি”প্রতিযোগিতার আহ্বান করা হলে ,পাঠাগারের পাঠক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬০ জন প্রতিযোগী গত ১৫ই ডিসেম্বর অংশগ্রহণ করেন । এদের মধ্যে থেকে ২০ জন প্রতিযোগীকে সেরা প্রতিযোগী নির্বাচিত করে পুরস্কৃত করা হলো। #
















