বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম রাউজানে যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জানে আলম রাতে অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা জানে আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

 

​ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

 

​নিহত জানে আলম স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির অন্যতম সম্ভাব্য প্রার্থী।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “জানে আলম আমাদের এলাকার সক্রিয় নেতা ছিলেন। অতর্কিত এই হামলায় আমরা স্তব্ধ। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।”

 

​হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD