
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় শীতার্ত আবাসিক শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টায় উপজেলার খুটিপাড়া মাদ্রাসা ও বালিয়া ঘাটি মরহুম হাজী আমজাদ মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি (ল্যান্ড) শিবু দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। অতিথিবৃন্দ মাদ্রাসায় পাঠ্যরত শীতার্ত আবাসিক শিশু শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও এতিম শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা শীতবস্ত্র বিতরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















