বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চারঘাট: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চারঘাটে কর্মরত সাংবাদিকবৃন্দ। শুক্রবার বাদ জুমা চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক নজমুল হক,সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দীন পিন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু, কোষাধ্যক্ষ মিঠু রানা,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আতিকুর রহমান আশাসহ উপজেলা পর্যায়ের গনমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় বিকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভার শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সভার শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD