
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর মধ্যপাড়ায় নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভানেত্রী মোসা. জাহানারা রহমান।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন উজ্জলের মাতা।
দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে জাহানারা রহমান বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশ, দল এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার ইন্তেকালে দেশে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ও শক্তি দান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
















