শনিবার | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আ*হ*ত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাওঘাট এলাকার বিসমিল্লাহ পাইকারি আড়তের মালিকানা নিয়ে আড়তের মালিক সেলিমের সাথে ভাড়াটিয়া মুজিবর রহমানের দ্বন্দ্ব চলছিল। ১০ বছরের চুক্তিতে জমির মালিক সেলিম মুজিবরকে আড়ত ভাড়া দিয়েও ৩ বছরে এসে আড়ত দখলে নেয়ার চেষ্টা করে। তার পক্ষে জেলা ছাত্রদলের একটি অংশ ও মুজিবরের পক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয়। দুপুরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষকালে পুড়িয়ে দেয়া হয় একটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি মোটরসাইকেল। বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৮ জন।

 

নারায়ণগঞ্জ সরকারি পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, আড়ত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধের খবর শুনেছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD