
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ২টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন,
মইনুল হোসেন, নায়েবে আমীর রাজশাহী জেলা জামায়াত
অধ্যাপক কামারুজ্জামান, জেলা জামায়াত শূরা ও কর্মপরিষদ সদস্য
মাওলানা জিন্নাত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান
আবদুল্লাহ আল মামুন, আমীর বাঘা উপজেলা জামায়াত
মাওলানা শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী, জামায়াতে ইসলাম
মনোনয়নপত্র জমা শেষে অধ্যক্ষ নাজমুল হক বলেন, চারঘাট–বাঘার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি ঘটাতে চাই। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে সৎ ও দায়িত্বশীল জনসেবা নিশ্চিত করা আমার লক্ষ্য।
















