
মো. রাজন আলী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মরহুম চেয়ারম্যান সোবহান সরকারের পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাঁর যোগ্য সন্তান তুষার সরকার তাঁর প্রিয় মাতার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১২টায় বানেশ্বর এলাকার নিজস্ব কারখানার অফিস প্রাঙ্গণে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের এমন কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে দুস্থ মানুষরা আনন্দ প্রকাশ করেন।
এ সময় পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকলেছুর রহমান বলেন, মরহুম চেয়ারম্যান সোবহান সরকার একজন ভালো মনের মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থেকেছেন। এখন তাঁর সন্তানরাও সেই পথ অনুসরণ করছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এসময় উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন সভাপতি হরজত সরকার, এডভোকেট মকিছুর রহমান, রুহুল আমিন, হাট ইজারাদার রাসেল সরকার, বানেশ্বরের রূপুস সরকার, করিম হাজী, মুস্তাক মাস্টার, ওয়ার্ড সভাপতি হাশেম মোল্লা, ইউনিয়ন সদস্য আলম এবং মরহুম চেয়ারম্যান সোবহান সরকারের ছেলে তুষার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
















