
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি:“সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই স্লোগানকে ধারণ করে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত রয়েল এম. পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে হাজী আমজাদ হোসেন মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জনাব এ.কে.এম নূরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিয়াকত সালমান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আইনাল হক (৩০তম বিসিএস, ইসলামের ইতিহাসের শিক্ষক, রাজশাহী সরকারি সিটি কলেজ), মোঃ শাহবাজ উদ্দিন (প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ), মোঃ রাকিবুল ইসলাম (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), মোঃ আকরাম হোসেন (প্রধান শিক্ষক, চকধাদাশ উচ্চ বিদ্যালয়) এবং মোঃ জমসেদ হোসেন (বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী)।
এছাড়াও অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ; তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বিদ্যালয়ের সফলতা কামনা করেন এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
















