
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নব স্থাপিত নাইট ভিশন ট্রেইনার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইট ভিশন ট্রেইনার’র সোমবার শুভ উদ্বোধন করেন।
বিমান বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিত্যনতুন স্থাপনা ও উড্ডয়ন সরঞ্জাম সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রিত পরিবেশে সিমুলেটেড প্রশিক্ষণের মাধ্যমে বৈমানিকদের নাইট ফ্লাইং দক্ষতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন নাইট ভিশন ট্রেইনার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এই উন্নত প্রশিক্ষণ সুবিধাটি বৈমানিকগণের নৈশকালীন ফ্লাইট পারিপার্শ্বিক অবস্থা (Situational Awareness) বিকশিতকরণ, রাতের দৃষ্টিভ্রম (Visual Illusions) মোকাবিলা এবং দিকভ্রান্তি (Spatial Disorientation) প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত পরিচালকবৃন্দ, পরিচালক নেভাল এভিয়েশন এবং AMST SYSTEMTECHNIK Austria এর প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন বলে বিমান বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
















