
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় উপজেলা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বানেশ্বর কলেজ মাঠ প্রাঙ্গণে শতফুল বাংলাদেশ-এর বাস্তবায়নে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহজান আলী, সভাপতি—জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, পুঠিয়া উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ড. মোঃ শওকত আলী, অধ্যক্ষ—বানেশ্বর সরকারি কলেজ। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন আলম, সদস্য—বানেশ্বর ইউনিয়ন পরিষদ, পুঠিয়া, রাজশাহী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—
শ্রেষ্ঠ অভিভাবক: মোঃ রেজাউল রহমান, সহকারী অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, সভাপতি—৭নং ওয়ার্ড, বেলপুকুর ইউনিয়ন।
শ্রেষ্ঠ সাংবাদিক: মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক সানশাইন, পুঠিয়া উপজেলা, রাজশাহী।
বিশিষ্ট সমাজসেবক: মোঃ আলম মেম্বার, ০৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ।
এ সময় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ শওকত আলী এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আলম মেম্বার। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক উপজেলা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
















