বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার

বাগমারা প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষক ও তার পরিবারের ওপর একাধিক দফা হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী কৃষক মোঃ জয়নাল আবেদীন (৪৮), পিতা- মোঃ আইনাল হক, সাং- মাটিকাটা, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী অভিযোগ করে জানান, অভিযুক্তরা তার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আনুমানিক ৯টার দিকে জয়নাল আবেদীনের বাড়ির সামনে থাকা একটি বেল গাছ থেকে জোরপূর্বক বেল পাড়তে যান অভিযুক্ত মোঃ রিফাত (১৯)। এতে জয়নাল আবেদীন বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে মোছাঃ রজিনা (৩০) ও মোঃ রিফাত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার কন্যা মোছাঃ শিরিনা খাতুন নিলা (১৪)-কেও মারধর করে আহত করা হয়।

একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা আবারও জয়নাল আবেদীনের বসতবাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। অভিযোগে বলা হয়, এ সময় মোঃ আঃ রশিদ (৬৫) হামলার নির্দেশ দেন। এরপর মোঃ নওশাদ (৫০) বাশের লাঠি দিয়ে জয়নাল আবেদীনকে মারধর করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী মোছাঃ সাবিনা (৩৫)-কে মোঃ মুসাদ (৪০) হাতে থাকা হাসুয়া দিয়ে মাথার বাম পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এছাড়া মোছাঃ শিল্পী (৩০) ও মোঃ এমরান (২২) বাশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন ও সাক্ষীদের সহায়তায় আহতদের ভ্যানে করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোছাঃ সাবিনাকে ভর্তি করেন এবং জয়নাল আবেদীন ও তার মেয়ে শিরিনা খাতুন নিলা (১৪)-কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ: ১০/১২/২০২৫ ইং। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে আসার পর গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টার দিকে সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ঢিল নিক্ষেপ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং শাবল দিয়ে দরজা-জানালার গ্রিল ভাঙচুরের চেষ্টা করে। একপর্যায়ে তারা জয়নাল আবেদীন ও তার পরিবারকে বাড়ি ছাড়তে বলে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরদিন সকালে জয়নাল আবেদীন বিষয়টি থানা পুলিশকে অবগত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী জয়নাল আবেদীন জানান, আমি, আমার মেয়ে ও স্ত্রী গুরুতর জখম হলে আমি ও আমার মেয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ায় গত ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার পর ডাক্তার তার মাথার সিটি স্ক্যানের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। অভিযুক্তরা ঘটনার সাক্ষীদেরও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন মহল অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুকুল চন্দ্র বলেন, মামলার পরপরই প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিরা জামিনে রয়েছে। ভুক্তভোগী পরিবারের প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD