বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলায় আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশনের পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘরিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার “আবেদ আলী–কোবাদ আলী স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে এক পারিবারিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় নিগার কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার আনিসুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম, আলহাজ লুৎফর রহমান, গাজী মাজহারুল ইসলামসহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

দোয়া মাহফিলে আবেদ আলী ও কোবাদ আলীসহ পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠক মাস্টার সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD