
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে দিল্লি থেকে দেশীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কিছু রাজনৈতিক দলকে বেনিফিশিয়ালি ব্যবহার করে অপকর্ম চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রোববার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল হক মিলন বলেন, “নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই জোরালোভাবে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। কোনো ষড়যন্ত্রই এই ট্রেন থামাতে পারবে না।”
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রেরই অংশ। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী আরও বলেন, “খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের ঘরে ঘরে মা-বোনেরা দোয়া করছেন। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষরাও তাঁর জন্য প্রার্থনা করছেন। দেশমাতৃকার সুস্থতা ও দেশের শান্তির জন্য সবাই দোয়া করুন।”
দোয়া মাহফিলে মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সোহেল আহমেদ, সদস্য সচিব আব্দুল রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বড়গাছী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে একই দিনে শফিকুল হক মিলন পবার বড়গাছীতে দুটি এবং নওহাটায় একটি বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি মোহনপুর ও পবায় অনুষ্ঠিত দুটি ইসলামী জলসায়ও যোগ দেন।















