বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ

মো. রাজন, বিশেষ প্রতিবেদক: রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ উপলক্ষে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

রোববার বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, প্যানেলের প্রতীক হিসেবে ‘খ’ চিহ্ন ব্যবহার করা হবে। মোট ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব প্যানেলের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে রাজশাহী কলেজের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর অ্যালামনাই সংগঠন গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, দেশে ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল গঠন, চাকরি ও ব্যবসা মেলা আয়োজন, বার্ষিক পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে, যার লক্ষ্য রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর ও উন্নয়নমুখী সংগঠনে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। তারা ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে ভোট দিয়ে ‘খ’ প্রতীকের কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলকে সমর্থন জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রাজশাহীতে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ঢাকায় আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD