
আমির হামজা, পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার, বেলপুকুর থানাধীন, বড় ধাদাস ভাই ভাই মার্কেটে ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে, রোজ শুক্রবার এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে এবং ৪৮তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত রেজাল্টে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় কাওসার আহম্মেদ মোহনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার সন্তান কাওসার আহম্মেদ মোহনের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি পুরো অঞ্চলের গৌরব। তিনি নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে প্রমাণ করেছেন যে মনোবল দৃঢ় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।
স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে মেধাবী তরুণদের সাফল্যে সমাজ এগিয়ে যায় এবং আগামী প্রজন্ম এদের অনুসরণ করে আলোকিত ভবিষ্যতের পথে হাঁটে।
সংবর্ধনা অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর, উপস্থিত অতিথিরা ফুল, শুভেচ্ছা ও আন্তরিকতায় কাওসার আহম্মেদ মোহনকে সম্মান জানান।
















