
সামসুল হক, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় চানআনি রাজবাড়ীতে মাদকবিদের আখড়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ওই অভিযান পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) শিবু দাস। এ সময় মাদক সেবীদের দখলে থাকা একটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পরে উক্ত সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়।
এ সময় সরকারি কমিশনার ভূমি শিবু দাস জানান, চারআনি রাজবাড়ির পিছনে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে ৫ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া বহুদিন ধরে বিভিন্ন সময়ে উক্ত স্থানটি মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছিল। চোখে পড়া মাত্র বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল হতে মাদকের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য যে, পুঠিয়া উপজেলায় মাদক ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে এবং তাদেরকে জেল ও জরিমানা করা হচ্ছে। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এসি ল্যান্ডের এমন কর্মকান্ডে উপজেলার সাধারণ মানুষেরা অনেক খুশি।















