
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। তাঁরা ব্যবসায়ীদের ভ্যাট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনার সুবিধা ব্যবহার করে রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
রাজশাহী কমিশনারেটের আওতাধীন বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ বছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার মোঃ শাফায়েত হোসেন। ভ্যাট সপ্তাহ উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই কমিশনারেটের যুগ্ম কমিশনার মোঃ খায়রুল আলম। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
















