বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমিক পর্যায়ে ১৩তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৬ষ্ঠ,৭ম ও ৮শ শ্রেণীর ১২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। কেন্দ্র প্রধান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহমান বলেন, “অত্যন্ত সুষ্ঠভাবে নকল মুক্ত পরিবেশে শৃংখলার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে।” বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন বলেন, “শিক্ষা ক্ষেত্রে মেধা যাচাইয়ে অন্যতম মাধ্যম পরীক্ষা ব্যবস্থা।”

পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মজিবর রহমান স্মৃতি ফাউন্ডেশন এর সমন্বয়ক সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি বলেন, ” হারজিৎ চিরদিন থাকবে, তবু্ও এগিয়ে যেতেই হবে। ভয়-ভীতিকে দুরে ঠেলে পরীক্ষায় অংশ গ্রহন করে প্রমাণ করতে হবে আমিও জ্ঞান-বিদ্যা সংগ্রহ এবং প্রতিযোগীতা করে প্রথম হতে আগ্রহী।” ভবিষ্যতে জাতির নেতৃত্ব ও দেশের কল্যানে ভূমিকা রাখতে “নতুন প্রজন্মকে মেধায় বলিয়ান করার প্রচেষ্টার মাধ্যম হিসেবে মজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এর বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।” এমনই প্রত্যাশা ব্যক্ত করেন মজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর কবীর। এবছর মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় ১২ শত ২৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

সম্পাদক: জিয়াউল কবীর স্বপন
বার্তা সম্পাদক: মো. মেহেদী হাসান রাজ
উপদেষ্টা: আনোয়ার হোসেন উজ্জল

জিমেল: rajshahinewstv@gmail.com

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD