
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে ।
আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২ টায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইলসহ ৩ জন চোরাকারবারী (ক) মোঃ দেলোয়ার হোসেন(৩২), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম-গুণবর্মতা, (খ) মোঃ সুলতান মাহমুদ(২৮), পিতা-মোঃ মুনতাজ, গ্রাম-দেবীপুর, (গ) মোঃ জাবেদুল ইসলাম(৩৬), পিতা- মোঃ ময়েন উদ্দিন, গ্রাম-দক্ষিণ খন্ডা সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদক ও মালামাল নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-১,৪০,৮০০/-টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।
















