সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না: এটিএম আজহার

স্টাফ রিপোর্টার: কেউ জামায়াতে ইসলামীর ওপর হামলা করতে আসলে, তার দুই হাত নিয়ে ফিরে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই আমরা কারও ওপর হামলা করব না। তবে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে ফিরে যেতে পারবে না। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে। আমরা আমাদেরও দুই হাত আছে। আমরা দুই হাত দিয়ে প্রতিহত করব।

রোববার বিকালে চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, অনেক নেতা বিদেশে আছেন। তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কিন্তু আমাদের এই ভাই (যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ) অবিশ্বাস্য হলেও সত্য ৩০ বছর ধরে এত সুন্দর জীবন-যাপন করছিলেন। তার আরও উপার্জন করার সুযোগ ছিল। আন্তর্জাতিকভাবে উঁচু যায়গায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমিরে জামায়াতের কথা শুনে আনুগত্য করে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের (জনগণের) পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা কি তার পাশে দাঁড়াতে পারেন না?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, অনেক নেতা বিদেশে আছেন। তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কিন্তু আমাদের এই ভাই (যশোর-২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদ) অবিশ্বাস্য হলেও সত্য ৩০ বছর ধরে এত সুন্দর জীবন-যাপন করছিলেন। তার আরও উপার্জন করার সুযোগ ছিল। আন্তর্জাতিকভাবে উঁচু যায়গায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমিরে জামায়াতের কথা শুনে আনুগত্য করে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের (জনগণের) পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা কি তার পাশে দাঁড়াতে পারেন না?তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাব। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। নিরাপদে সনাতনী ভাইয়েরা তাদের পূজা সম্পন্ন করেছেন।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ জনসভায় সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

জনসভায় বিশেষ অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যে দলের কর্মীরা নামাজ চলমান অবস্থায় নিজ দলের কর্মীকে হত্যা করে। তাদের তো রাজনীতিই করার যোগ্যতা নেই। স্বাধীনতার পর ৫৪ বছর পার হয়েছে। ৫৪ বছরে দলের পর দল, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবার আওয়াজ তুলতে হবে জমিন যার, আইন তার। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব দেখেছি বারবার, ইসলাম এইবার।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD