সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্যাকের উদ্যোগে দূর্গাপুরে গবাদিপ্রাণি সুরক্ষা বিমা দাবির অর্থ হস্তান্তর

মোঃ রাকিবুল ইসলাম : গ্রামীণ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাকের গবাদিপ্রাণি সুরক্ষা বিমা কর্মসূচি এখন এক সফল উদ্যোগে পরিণত হয়েছে। রাজশাহী বিভাগে এ পর্যন্ত পাঁচটি গরুর বিমা দাবি অনুমোদনের মধ্য দিয়ে এ কর্মসূচি খামারিদের জীবনে এনেছে নতুন আশার আলো। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউপির হাট কানপাড়ার তেঘরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠান।

২০২৪ সালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে যাত্রা শুরু করা “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা” বর্তমানে দেশের ১৪৭১টি শাখায় সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বিমা কর্মসূচির লক্ষ্য হলো— গরুর মৃত্যু, দুর্ঘটনা বা রোগজনিত ক্ষতি থেকে খামারিদের বিনিয়োগ ও জীবিকা সুরক্ষিত রাখা, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনা।

বিমার আওতায় খামারিরা পেয়ে থাকেন রোগ বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, অ্যানথ্রাক্স, ফুট অ্যান্ড মাউথ ও লাম্পি স্কিন রোগের টিকা, বছরে দুইবার কৃমিনাশক প্রয়োগ এবং বিনামূল্যে টেলিমেডিসিন সেবা। পাশাপাশি বিমাগ্রহীতারা সহজ শর্তে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ঋণ সুবিধাও ভোগ করতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম এবং ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার (প্রগতি)সুকদেব কুমার সাহা, টিম লিড (কৃষি ও বীমা)মোঃরেজাউল করিম, ম্যানেজার (কৃষি ও বীমা)মোঃ তাসভীর আহমেদ,রিজিওনাল ম্যানেজার মোঃ সেরাজুল ইসলাম, ডিএসএস (কৃষি ও বীমা)আশরাফুল আলম, এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান এবং এক্সটেনশন অফিসার (ব্র্যাক মাইক্রোফাইন্যান্স)মোঃতানজিল মোত্তাকিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্র্যাকের এই উদ্যোগ শুধু ক্ষতিপূরণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি গ্রামীণ পশুপালন খাতের স্থিতিশীলতা, খামারির আত্মবিশ্বাস ও দারিদ্র্য বিমোচনের এক বাস্তব পদক্ষেপ।

সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “গ্রামীণ পশুপালন খাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্র্যাকের এই উদ্যোগ খামারিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবিকা টিকিয়ে রাখার এক যুগান্তকারী পদক্ষেপ।”

উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলাম বলেন, “এই বিমা শুধু গরুর সুরক্ষাই নয়, বরং টিকা, ওষুধ ও চিকিৎসা সহায়তার মাধ্যমে পশুপালনে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটাচ্ছে।”

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াকুব আলি সরকার বলেন, “গবাদিপ্রাণি সুরক্ষা বিমা খামারিদের আর্থিক ঝুঁকি কমাতে বাস্তবভিত্তিক সহায়তা দিচ্ছে। গরুর মৃত্যুর মতো অপ্রত্যাশিত ক্ষতির পরও খামারি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিমা দাবির অর্থ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন। বিমা গ্রাহক খামারিরা ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি তাদের জীবনে নতুন আশার আলো জ্বেলেছে, যা ভবিষ্যতে আরও অনেক খামারিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেবে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD