
জিয়াউল কবীর: রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও সম্মান না সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। পুলিশ সদস্যগণ তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। কমিশনার মহোদয় মনোযোগ সহকারে সকল প্রস্তাবনা শুনে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রাকসু নির্বাচনসহ অন্যান্য সকল ইভেন্ট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য তিনি আরএমপি’র সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানান।”
সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন শেষে পিআরএল-এ গমনকারী অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জনাব ফাইজুল ইসলাম, কনস্টেবল/ ৮৪৬ মোঃ আবির উদ্দীন মন্ডল, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ আলাউদ্দীন, বাবুর্চি মোঃ একাব্বর আলী এবং মোঃ জাহাঙ্গীর আলম-দ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ কমিশনার মহোদয় তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান,উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
















