সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে রবি মৌসুমী প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

লিয়াকত আলী বাবলুঃ মহাদেবপুরে রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা কৃষি অফিস এই আয়োজন করে। আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বক্তব্য রাখেন এবং এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমী গম, সরিষা , সূর্যমুখী ,চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০ ইউনিয়নে ৬ হাজার ৫ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে বলে মহাদেবপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD