
লিয়াকত আলী বাবলু ঃ দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি , দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। পরক্ষণে উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি রিফাত আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ , যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , উপস্থিত কন্যা শিশুদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসিয়াত তারসা প্রমূখ।
উল্লেখ্য যে বক্তাগণ ছেলে সন্তানের চেয়ে কন্যা সন্তান অতি সহজে মানুষ করা যায় উল্লেখ করে তাদের প্রতি অবহেলা না করে পিতা-মাতাদেরকে বেশি বেশি যত্ন নেওয়ার জন্য আহ্বান জানান।
















