
লিয়াকত আলী বাবলু : মহাদেবপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গুণি শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর রবিবার সকাল ১১ টার সময় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানী ইসরাইলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষক দিবস উদযাপ কমিটির সদস্য সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতি আরা, চাঁন্দাশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, জোয়ানপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: জিল্লুর রহমান, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বারিকুর রহমান, গোফানগর মাদ্রাসার সুপারেন্টেন্ড মওলানা মো: আব্দুল ওয়াহেদ, সাবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ সাহা প্রমুখ। আলোচনা শেষে তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনিতা রানী এবং ধনজইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা নাসরিনকে গুণি শিক্ষকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বিশ্ব শিক্ষক দিবসে বক্তারা বেসরকারি শিক্ষকসহ সকল শিক্ষকদের বেতন বৈষম্যে এবং নানা দাবী-দাওয়া উল্লেখ করে অনতিবিলম্বে শিক্ষকদের কষ্ট দূর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।


