সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় আনন্দ-উৎসব হোক মিলনমেলা: আনোয়ার হোসেন উজ্জ্বল

স্টাফ রিপোর্টার: রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মো. আনোয়ার হোসেন উজ্জ্বল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই দেশটা আপনাদের, আমরাও এই দেশের সন্তান। তাই আসুন সবাই মিলেমিশে সুন্দর একটি বাংলাদেশ গড়ি।”

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা আরও সুসংহত হোক, সবার জীবনে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করছি।

মো. আনোয়ার হোসেন উজ্জ্বল সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিনিয়ত রাষ্ট্র মেরামতের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য, মো. আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী নিউজ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাইলাইটস

সাম্প্রতিক

Copyright © 2025 RajshahiNewsTV. All rights reserved. Developed by CITNBD